December 29, 2018

ও নদীরে তুই যাস কোথারে

দেশে নির্বাচনের বাতাস বইছে। শীতল আবহাওয়ায়ও বড্ড গরম। বিভিন্ন দিকে চলছে পক্ষবিপক্ষের লড়াই। লড়াই দেখতে দেখতে যদিও আমরা সবাই একরকম অভ্যস্ত হয়ে গেছি তবুও মনে হয় লড়াই না হলেই ভাল হয়। কিন্তু তা আর হচ্ছে কই। আগে আমরা বলতাম পানির অপর নাম জীবন আর এখন বলি বিশুদ্ধ পানির অপর নাম জীবন (সুপেয়ও বলতে পারি)। পানি নিয়ে কর্পোরেট এডভার্টাইজ কোম্পানি গুলোও এখন থেমে নেই। পিউরিট সহ অন্যান্য কোম্পানি চটকদার বিজ্ঞাপনে বেচে যাচ্ছে পানি বিশুদ্ধকরন কিট। সাথে পাম্প কোম্পানি গুলোও আছে। পানি নিয়ে ভাবনা আর না আর না। আসলেই কি তাই। আমাদের সামনে পানি নিয়ে ভাবনার সময় এসেছে মনে হয়
বইয়ে আমরা নিত্য পড়ি "নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ"। কথাটা সত্যি। কিন্তু ২০০+ নদী ও নদ বাংলাদেশকে এফোঁড় ওফোঁড় করে চলে গেছে সাগরের দিকে। কিন্তু কটার খেয়াল রাখছি আমরা। প্রতীটি নদীর এখন করুন অবস্থা বানাচ্ছি। ঘরের ময়লার ব্যাগ থেকে শুরু করে সব কিছুই আমরা ফেলছি নদিতেই। ঢাকা সহ বিভিন্ন শহর গড়ে উঠেছিল নদী কেন্দ্রিক। এক সময় গল্প শুনতাম শীতলক্ষ্যায় পয়সা ফেলে ডুব সাঁতার দিয়ে তা আবার খুঁজে আনা যায়। পরিষ্কার পানির কথা চিন্তা করেই শহর কতৃপক্ষ শীতলক্ষ্যা থেকে পানি আনা শুরু করে সুপেয় পানির উৎস হিসেবেই। বাংলাদেশে আমরা সারফেসের পানির বদলে বেশির ভাগই ব্যাবহার করি ভু-অভ্যন্তরীণ পানি। কিন্তু কতদিন এভাবে চলবে?
নদীগুলো মরছে। একবার একটা ইটিপির ডিসাইন ফেজে গিয়ে দেখার পর মনে হল ফ্যাক্টরির লোড অনুসারে কাজ হবে না তখন রিকমান্ডেশনে তা লেখার পর জনৈক মালিক পক্ষ আমায় একটু খারাপ ভাবেই বললেন সরকারের ব্যাপারে আপনাদের কিছু রিকমান্ডেশন নাই? তারা যে তাদের সব ময়লা নদিতে ফেলে তাদের কিছু না বলে কেন আমাদের ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন? সেখানে পরিবেশ অধিদপ্তরের লোকও ছিল। তাঁরাও কিছু বলেনি।

বহুদিন (এক সিনিয়রের ডেটা কালেকশনে সাহায্য করতে প্রথম যাই সেখানে) পর বুড়িগঙ্গার একটা শাখার খোজ নিতে কামরাঙ্গীর চরের দিকে গিয়ে যা দেখলাম তাইতে আমি কিছু ভাবার অবকাশ পাইনি। অনেক খুঁজেও নদীর অংশটা পাইনি সেদিন। বছর আটেক আগের সেই শাখাটা নাই হয়ে গেছে অনেকটাই। এখন সেটা শুকনো।আটকে পড়া পচে যাওয়া পানির গন্ধে টেকা দায় ছিল তখন। একরকম পালিয়েছিলাম।
আমাদের নদীগুলো ঠিক এমনি হারাচ্ছে। হারাচ্ছে আমার ঘাঘট কিম্বা পুনর্ভবা। এখন নদীগুলো হাড় জিরজিরে অবস্থায় ধুকছে। আমরা কি পারিনা এদের রক্ষা করতে বাংলাদেশের বিভিন্ন অংশে লার্জ স্কেল বেসিনের মত কিছু করতে?

ছবির সময়কাল জুন ২০০৮ আর তোলা হয়েছিল বসিলা থেকে
জুন ২০০৮
Saifsohel Photography

ও নদীরে তুই যাস কোথারে

দেশে নির্বাচনের বাতাস বইছে। শীতল আবহাওয়ায়ও বড্ড গরম। বিভিন্ন দিকে চলছে পক্ষবিপক্ষের লড়াই। লড়াই দেখতে দেখতে যদিও আমরা সবাই একরকম অভ্যস্ত হ...